Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

এই অফিসে নিম্ন বর্ণিত বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহনসহ সেবা, পরামর্শ ও সিদ্ধান্ত প্রদান করা হয়।

           ১। উপজেলা রাস্তা, ইউনিয়ন রাস্তা ও গ্রামীণ রাস্তা নির্মানঃ-

·         সহানীয়, ইউনিয়ন ও উপজেলা রাস্তা নির্মানের মাধ্যমে যাতায়াত ব্যবসহার উন্নয়ন করণ।

·         গ্রামে উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করনের মাধ্যমে গ্রাম্য কৃষি অর্থনীতির উন্নয়ন করণ।

·         স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী ও জনগণের যাতায়াত সুবিধা করণ।

           ২। দ্বিতীয় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পঃ-

·         কৃষি ও মৎস্য উন্নয়ন সহায়তা প্রদান।

·         সরকারী খাল, পুকুর, লেক পুনঃ খননের মাধ্যমে পানি সম্পদের উন্নয়ন, পানি নিস্কাশন ও

          সংরক্ষণের ব্যবসহা গ্রহন।

·         উপকার ভোগীদের অংশগ্রহনের মাধ্যমে সমবায় পদ্ধতি কৃষি উৎপাদনে সহায়তা প্রদান।

           ৩। বৃক্ষ রোপনঃ-

·         সরকারী রাস্তার ধারে বৃক্ষ রোপনের মাধ্যমে বনায়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক

           ভূমিকা পালন।

·         গ্রাম্য রাস্তা নিয়মিত রক্ষনাবেক্ষণ ও রাস্তার ধারে রোপিত বৃক্ষের পরিচর্যা কাজে গ্রামের দরিদ্র

          মহিলাদের কর্ম সংসহানের মাধ্যমে দারিদ্র বিমোচন।

৪। আদিবাসী জনগোষ্ঠির উন্নয়নে কমিউনিটি সেন্টার ও স্কুল নির্মান, নলকূপ সহাপন, স্বাসহ্য সম্মত পায়খানা নির্মান, শিক্ষাবৃত্তি

     প্রদানে সহায়ক ভূমিকা পালন।

৫। বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রসহ রাস্তা, ব্রীজ ও কালভার্টের রক্ষণাবেক্ষণ করণ।

 

৬। বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মান।

৭। পানি নিস্কাশনের জন্য স্লুইসগেট/ওয়্যার/রেগুলেটর নির্মান।

            ৮। প্রাথমিক বিদ্যালয় ভবণ নির্মানে কারিগরী সহায়তা প্রদান।

            ৯।  সহানীয় প্রশাসনকে তাহাদের দায়িত্ব পালনে কারিগরী সহায়তা প্রদান।

১০। ইউনিয়ন পরিষদ কমপ্লেকা্র ভবণ নির্মানের মাধ্যমে সহানীয় জন প্রতিনিধিদের সংগে সরকারী অফিস সমূহের এক সংগে

      কাজ করার সহায়তা প্রদান।

            ১১। বিভিন্ন বিষয়ে সহানীয় প্রশাসনকে প্রশিক্ষণ প্রদান।